headsir

এ বি আর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় । এই ‍বিদ্যালয় এর রয়েছে গৌরবময় ইতিহাস । সরকারের ঘোষিত ভিশন ২০২১ অর্জনের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে চলছে এ বি আর মাধ্যমিক বিদ্যালয়। এক্ষেত্রে বিদ্যালয়টি কোন অংশে পিছিয়ে নেই। ওয়েবসাইটের মাধ্যমে স্কুলের সকল তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌছে দেওয়ার ব্যবস্থা করেছে । আগামী বছর হতে ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যমে করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে । আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যালয় ওয়েব সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । এজন্য সকলের সহযোগিতা কামনা করা হচেছ ।